শিরোনাম
◈ জুলাই গণ-অভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২ ◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল ◈ খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রা‌তে পা‌কিস্তান সুপার লি‌গের পর্দা উঠছে, বাংলা‌দে‌শের রিশাদ মা‌ঠে নাম‌বেন?

স্পোর্টস ডেস্ক ; শুক্রবার ( ১১ এ‌প্রিল) থেকে মাঠে গড়াচ্ছে  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে বাংলা‌দেশ সময় রাত সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও ট্রফি জিতেছে দুবার।

পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে। এই একটি কথা দিয়ে সীমান্তের ওপাড়ে বিতর্ক উসকে দিয়েছেন হাসান আলী। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যম, পাকিস্তানী ক্রিকেটারকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একবিন্দু ছাড় দিচ্ছে না। শত্রু দেশে পিএসএল নিয়ে আগ্রহ যেমনই হোক, বাংলাদেশীদের অনেক। নেপথ্যে তিন টাইগার ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। 

দশম আসরের প্রথম দিন থেকেই ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। কেননা উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ খেলবেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলদের সঙ্গে। 

এদিকে পিএসএলের এবারের আসরকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে তারা। থাকবে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লেসহ স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করার ব্যবস্থা। বৃহস্পতিবার লাহোরে হয়েছে ক্যাপ্টেন্স প্রেস মিট। ট্রফির সাথে ছবিও তুলেছেন অধিনায়করা।

ক্রিকেটের বড় বড় নামগুলো সব আইপিএলে থাকলেও পিএসএলে বিদেশি তারকার অভাব নেই। ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলরা খেলবেন। ছয় দলের ৫ সপ্তাহের এই টুর্ণামেন্টের ৩৪ ম্যাচ হবে চার ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। অর্থাৎ সোয়া ছয় কোটি টাকারও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়