শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রা‌তে পা‌কিস্তান সুপার লি‌গের পর্দা উঠছে, বাংলা‌দে‌শের রিশাদ মা‌ঠে নাম‌বেন?

স্পোর্টস ডেস্ক ; শুক্রবার ( ১১ এ‌প্রিল) থেকে মাঠে গড়াচ্ছে  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে বাংলা‌দেশ সময় রাত সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও ট্রফি জিতেছে দুবার।

পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে। এই একটি কথা দিয়ে সীমান্তের ওপাড়ে বিতর্ক উসকে দিয়েছেন হাসান আলী। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যম, পাকিস্তানী ক্রিকেটারকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একবিন্দু ছাড় দিচ্ছে না। শত্রু দেশে পিএসএল নিয়ে আগ্রহ যেমনই হোক, বাংলাদেশীদের অনেক। নেপথ্যে তিন টাইগার ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। 

দশম আসরের প্রথম দিন থেকেই ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। কেননা উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ খেলবেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলদের সঙ্গে। 

এদিকে পিএসএলের এবারের আসরকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে তারা। থাকবে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লেসহ স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করার ব্যবস্থা। বৃহস্পতিবার লাহোরে হয়েছে ক্যাপ্টেন্স প্রেস মিট। ট্রফির সাথে ছবিও তুলেছেন অধিনায়করা।

ক্রিকেটের বড় বড় নামগুলো সব আইপিএলে থাকলেও পিএসএলে বিদেশি তারকার অভাব নেই। ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলরা খেলবেন। ছয় দলের ৫ সপ্তাহের এই টুর্ণামেন্টের ৩৪ ম্যাচ হবে চার ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। অর্থাৎ সোয়া ছয় কোটি টাকারও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়