শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল  খেল‌তে রিশাদ হো‌সেন্ এখন পা‌কিস্তা‌নে, বাংলায় বরণ করে নিলেন শা‌হিন আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক ; বাংলা‌দে‌শের লেগ স্পিনার রিশাদ হো‌সেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটিতে পৌঁছেছেন। লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে মাঠ মাতাবেন তিনি।

তরুণ এই লেগিকে বরণ করে নিয়েছে লাহোর কালান্দার্স। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বরণ করে নেয়ার সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেন রিশাদ।

ভিডিওতে দেখা গেছে, লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আর স্বত্বাধিকারী সামিন রানা মিলে তাকে বরণ করছেন। সেখানে ছিলেন আরেক অভিজ্ঞ ‘কালান্দার’ সিকান্দার রাজাও। সিকান্দারই মূলত তাকে বরণ করে নেয়ার কাজটা করেছেন।

রিশাদ তার রুমের দরজা খুলতেই এই তিনজনকে দেখতে পান। সিকান্দার রাজা ভাঙা ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি মার (আমার) বন্ধু হবে? শাহিন ভাইয়ের? জবাবে রিশাদ বাংলাতেই বলেন, হ্যাঁ হব।
এরপর সামিন রানার সঙ্গে পরিচয় হয় রিশাদের। তার সঙ্গে অবশ্য উর্দুতেই কথা বলেন সামিন। জিজ্ঞেস করেন, ‘উর্দু বলতে পারো তো?’ জবাবে বাংলাদেশি লেগ স্পিনার হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর লাহোরের স্বত্বাধিকারী ও টিম ডিরেক্টর সামিন বলেন, তাহলে তো খুব মজা হবে!

রিশাদের শেয়ার করা ক্লিপটির মূল ভিডিওটি লাহোরের ফেসবুক পেজেও দেখা গেছে। সেখানে দেখা যায় তিনি ছাড়াও ডেভিড ভিসা, স্যাম বিলিংস, কুশল পেরেরাদেরও বরণ করে নিয়েছে লাহোর।

আগামী ১১ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়