শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস, হেরেছে ১৮ রানের ব্যবধানে

আইপিএলে হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস। কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছে না দলটি। সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে হারের হালি পূর্ণ করেছে চেন্নাই। ব্যাট হাতে ঝড় তুলেও দলকে বাঁচাতে পারেননি ধোনি। চেন্নাই ২১৯ রান তাড়া করতে নেমে হেরেছে ১৮ রানের ব্যবধানে।

এ হারে পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে তারা। তাদের নিচে কেবল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ৪ ম্যাচে  ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে পাঞ্জাব। সবার ওপরে দিল্লি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট দলটির।

এদিন হারের গল্প পাল্টাতে নেমে বোলিংটা ভালো হয়নি চেন্নাইয়ের। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেটের দেখা পেলেও পাঞ্জাবকে একাই টেনেছেন ওপেনার প্রিয়ানশ আরিয়া। ৪২ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১০৩ রান এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। শেষ দিকে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। আর তাতেই নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় দলটির স্কোর ২১৯।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি চেন্নাইয়ের। ওপেনার রাচিন রবিন্দ্র ২৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ভাঙে ৬১ রানের জুটি। এরপর ডেভন কনওয়ে ফেরেন ৪৯ বলে ৬৯ রান করে। এরপর শিভাম ডুবে ২৭ বলে ৪২ রান করে দলকে ম্যাচে রাখেন।

পরে ব্যাট হাতে ঝড় তুলেন ধোনি। ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে। তবে তাতে শেষ রক্ষা হয়নি। শেষ দিকে বলের সঙ্গে রানের ব্যবধান অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত দলটি তুলতে পেরেছে ৫ উইকেটে ২০১ রান।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়