শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গে ধারাভাষ্য দে‌বেন আতহার আলী খান

নিজস্ব প্রতি‌বেদক ; ইংলিশের পাশাপাশি হিন্দি, তামিল, বাংলাসহ ১০টি ভিন্ন ভাষায় দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। দেশের বিভিন্ন রাজ্যে খেলার জনপ্রিয়তা বাড়াতেই এমন আয়োজন করেছে আইপিএলের সম্প্রচারক প্রতিষ্ঠান। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মতো পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একাধিক ভাষায় থাকছে ধারাভাষ্য প্যানেলে।

পিএসএলের প্রতি মৌসুমে ইংলিশ ধারাভাষ্য প্যানেল থাকলেও এবার যুক্ত হয়েছে উর্দু ধারাভাষ্য। প্রথমবারের মতো এমন আয়োজনের প্যানেলে রাখা হয়েছে তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাটকে। যদিও আকিল ও মেরিনাকে পুরো মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেলে পাওয়া যাবে না। 

১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় লিগের ওয়ার্ল্ড ফিডের ধারাভাষ্য প্যানেলে বেশ কিছু চমক রয়েছে। পিএসএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলস, অস্ট্রেলিয়ার লিসা স্টেলেকার ও পাকিস্তানের ওয়াসিম আকরামকে।

বাংলাদেশ থেকে পিএসএলের ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানকে। এ ছাড়া মার্টিন গাপটিল, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্কের মতো ধারাভাষ্যকার থাকবেন এবারের পিএসএলে। 

পাকিস্তানের ধারাভাষ্য হিসেবে ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ ধারাভাষ্য দেবেন। পিএসএলের পুরো টুর্নামেন্টের জন্য উপস্থাপিকা হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এরিন হালান্ড ও পাকিস্তানের জয়নব আব্বাসকে।

ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্য প্যানেল- মার্ক নিকোলস, মার্টিন গাপটিল, অ্যালিস্টার কুক, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্ক, লিসা স্টেলেকার, আতহার আলী খান, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ।

উর্দু ফিড ধারাভাষ্য প্যানেল- তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাট।

প্রেজেন্টার- এরিন হালান্ড এবং জয়নব আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়