শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে জিতেছে নিউজিল্যান্ড

পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা চলছেই। সবশেষ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে জিতেছে নিউজিল্যান্ড। আর এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল কিউইরা।

আজ বুধবার হ্যামিল্টনে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে। জবাবে ৪১.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারেই মূলত হেরে যায় পাকিস্তান। কেননা মাত্র ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যেখানে প্রথম ৫ ব্যাটার মিলে মাত্র ১৯ রান তোলেন। ৩ ও ১ রান করা ইমাম-উল-হক ও বাবর আজমকে তুলে নেন জ্যাকব ডাফি। তবে পাকিস্তানের হারের ব্যবধান কমান ফাহিম আশরাফ ও হারিস রউফের কনকাশন সাব হিসেবে নামা নাসিম শাহ। ফাহিম ৮০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করেন। আর নাসিম ৪৪ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫১ রান করেন।

পাকিস্তানের মিডলঅর্ডার ধসিয়ে ৫ উইকেট তুলে নেন বেন সিয়ার্স। ডাফি পান ৩টি উইকেট।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৭ নম্বরে নামা এই ব্যাটার ৭৮ বলে ৭টি চার ও সমান ছক্কা হাঁকান। এছাড়া ৬৬ বলে ৪১ রান করেন প্রথম ওয়ানডেতে অভিষেকে বিশ্বরেকর্ড গড়া পাকিস্তানির বংশদ্ভূত মোহাম্মদ আব্বাস।

পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়