শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে জিতেছে নিউজিল্যান্ড

পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা চলছেই। সবশেষ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে জিতেছে নিউজিল্যান্ড। আর এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল কিউইরা।

আজ বুধবার হ্যামিল্টনে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করে। জবাবে ৪১.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারেই মূলত হেরে যায় পাকিস্তান। কেননা মাত্র ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যেখানে প্রথম ৫ ব্যাটার মিলে মাত্র ১৯ রান তোলেন। ৩ ও ১ রান করা ইমাম-উল-হক ও বাবর আজমকে তুলে নেন জ্যাকব ডাফি। তবে পাকিস্তানের হারের ব্যবধান কমান ফাহিম আশরাফ ও হারিস রউফের কনকাশন সাব হিসেবে নামা নাসিম শাহ। ফাহিম ৮০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করেন। আর নাসিম ৪৪ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫১ রান করেন।

পাকিস্তানের মিডলঅর্ডার ধসিয়ে ৫ উইকেট তুলে নেন বেন সিয়ার্স। ডাফি পান ৩টি উইকেট।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৭ নম্বরে নামা এই ব্যাটার ৭৮ বলে ৭টি চার ও সমান ছক্কা হাঁকান। এছাড়া ৬৬ বলে ৪১ রান করেন প্রথম ওয়ানডেতে অভিষেকে বিশ্বরেকর্ড গড়া পাকিস্তানির বংশদ্ভূত মোহাম্মদ আব্বাস।

পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়