শিরোনাম
◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ

দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।  

সিএসএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াল্টার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে ক্রিকেট মহলে গুঞ্জন, দলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হওয়া ও নিউজিল্যান্ড থেকে নিয়মিত ভ্রমণের ক্লান্তির কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।  

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নেন রব ওয়াল্টার। তার অধীনে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে। এছাড়া, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিপাক্ষিক সিরিজে দল প্রত্যাশিত সাফল্য পায়নি।  

ওয়াল্টারের অধীনে সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি এবং আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে সাতটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা।  

ওয়াল্টারের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।  

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।  

ওয়াল্টারের পদত্যাগের পর এখন প্রশ্ন উঠেছে, কে হবেন দক্ষিণ আফ্রিকার নতুন সাদা বলের কোচ?  

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে। তবে তারা কি অভিজ্ঞ কোনো কোচের দিকে ঝুঁকবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেবে—এ নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে জোর আলোচনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়