শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চিকিৎসকরা বলেছেন, তামিম ৩ মাস বিশ্রামের পর  মাঠে যেতে পারবেন 

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল খান বর্তমানে সুস্থ আছেন। কিছুটা হাঁটাচলাও করতে পারছেন। তাকে নিয়ে ঝুঁকি কম থাকলেও এখনও ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। পুরোপুরি সেরে উঠতে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে অন্তত তিন মাস বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন তারা। এরপরই স্বাভাবিক জীবন ও আবারও মাঠে ফিরতে পারবেন তামিম।

সোমবার সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জাতীয় দলের সাবেক এই অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়ে। সেখানেই অ্যানজিওপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বা রিং বসানো হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তামিমকে নিয়ে স্বস্তির সংবাদ দেন হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ। তার তত্ত্বাবধানেই তামিমের হার্টে রিং বসানো হয়।

তামিম এখন ভালো আছেন। ভালো ব্যাপার হলো, তিনি অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।
এরপর দুপুরে তামিমের অবশেষ অবস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেন তাকে দেখতে আসা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী।

এ সময় আবদুল ওয়াদুদ জানান, তামিমের ঝুঁকির শঙ্কা এখন অনেকটাই কমে গেছে। তবে সতর্কতার জন্য আরও তিন দিন কেপিজে হাসপাতালেই চিকিৎসাধীন থাকার পরামর্শ দেন তিনি।

আজকে সকালে তার ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়েছে, কোনো সমস্যাই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। আবারও এবনরমাল বিট হতে পারে। ঝুঁকিটা কিন্তু কম। এক শতাংশেরও কম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে ওই রোগীর জন্য তো শতভাগ ঝুঁকি। তামিম তো তামিম। আমাদের জাতীয় সম্পদ। ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার (কেপিজে হাসপাতালে) একটু থাকা উচিত। তারপর তিনি মুভ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক জাফরও জানান একই কথা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তামিমকে কেপিজে হাসপাতালেই রাখার পরামর্শ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়