শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আল্লাহর অশেষ রহমত আর দেশবাসির দোয়ায় আমি ফিরে এসেছি, হাসপাতাল থেকে ফেসবুকে তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় তামিম ইকবাল দু’দফা হার্ট অ্যাটাকের পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন। কিন্তু দ্রুত চিকিৎসা পাওয়ার পর বর্তমানে সুস্থ আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বর্তমানে ভর্তি আছেন সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। সেখান থেকে নিজের সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে সবাইকে একে-অপরের বিপদে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন দেশসেরা ওপেনার।

মঙ্গলবার দুপুর ৩টা ৩১ মিনিটে নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে নিজের সবশেষ অবস্থার কথা জানান তামিম। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, “সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

এর আগে সোমবার সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর নিকটস্থ কেপিজে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। সেখানেই অ্যানজিওপ্লাস্টি করে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের হার্টে স্টেন্ট বা রিং বসানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়