শিরোনাম
◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তামিমকে নিয়ে মাশরাফির আবেগী পোস্ট, তোর কাছে যাইতে পারলাম না ভাডি

স্পোর্টস ডেস্ক : বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়াল লিগে মোহামেডান-শাইনপুকুরের ম্যাচটি মাঠে গড়িয়েছিল। তবে ম্যাচের আগেই অস্বস্তিতে ভুগছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। যদিও গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে প্রথমে খুব বেশি পাত্তা দেননি। কিন্তু ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটে। দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। এর মধ্যে দ্বিতীয়টি ছিল ম্যাসিভ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আপাতত ফিরলেও ডাক্তারী মতে এখনও শঙ্কামুক্ত নন তিনি।

সোমবার (২৪ মার্চ) মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল।  এনজিওগ্রামে একটি ধমনীতে ১০০ ভাগ ব্লক ধরা পড়লে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, চোখ খুলেছেন তামিম, রেসপন্সও করছেন। তবে এখনও ঢাকায় নেয়ার মতো স্থিতিশীল অবস্থায় নেই তামিম।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আকস্মিক অসুস্থতায় বিস্মিত তার দীর্ঘদিনের সতীর্থ থেকে শুরু করে বিশ্বের অনেক ক্রিকেটারই। তারা তামিমের আশু রোগমুক্তি কামনা করছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন।  দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।

শুধু মাশরাফি নন, জাতীয় দলের আরও বেশ কয়েকজন ক্রিকেটার তামিমের আকস্মিক অসুস্থতা থেকে সেরে ওঠেন সেই কামনা করেছেন। উইকেটকিপার ব্যাটার লিটন দাস ফেসবুকে লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।’

জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল ভাই। অনেক অনেক দোয়া আপনার জন্য রইল, ভাই।’ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও তামিমের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘প্লিজ,  সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খান লিখেছেন, তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ তায়ালা তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার শক্তি ও সাহস দিন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়