শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তামিম সুস্থতা কামনা করে তিওয়ারি, মালিঙ্গা ও যুবরাজদের বার্তা, তোমাকে জিততেই হবে বন্ধু’

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন ওপেনার তামিম ইকবাল। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।

সেখানে তার হার্টে রিং পরানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তামিমের জ্ঞান ফিরেছে। তিনি পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পরযবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। -ক্রিকফ্রেঞ্জি

দুপুর থেকেই তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পরে বিশ্ব জুড়ে। তামিমের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে তার বন্ধু পরিজনরা। এর মধ্যে রয়েছেন যুবরাজ সিং, মনোজ তিওয়ারি ও লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটার ও তামিমের বন্ধু মনোজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।

শ্রীলঙ্কার সাবেক পেসার মালিঙ্গা লিখেছেন, মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। 

তামিমের সুস্থতা কামনা করে যুবরাজ লিখেছেন, তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।

জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তামিমের আরোগ্য কামনা করে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়