শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তামিম সুস্থতা কামনা করে তিওয়ারি, মালিঙ্গা ও যুবরাজদের বার্তা, তোমাকে জিততেই হবে বন্ধু’

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন ওপেনার তামিম ইকবাল। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।

সেখানে তার হার্টে রিং পরানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তামিমের জ্ঞান ফিরেছে। তিনি পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পরযবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। -ক্রিকফ্রেঞ্জি

দুপুর থেকেই তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পরে বিশ্ব জুড়ে। তামিমের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে তার বন্ধু পরিজনরা। এর মধ্যে রয়েছেন যুবরাজ সিং, মনোজ তিওয়ারি ও লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটার ও তামিমের বন্ধু মনোজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।

শ্রীলঙ্কার সাবেক পেসার মালিঙ্গা লিখেছেন, মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। 

তামিমের সুস্থতা কামনা করে যুবরাজ লিখেছেন, তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।

জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তামিমের আরোগ্য কামনা করে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়