শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তামিম সুস্থতা কামনা করে তিওয়ারি, মালিঙ্গা ও যুবরাজদের বার্তা, তোমাকে জিততেই হবে বন্ধু’

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন ওপেনার তামিম ইকবাল। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।

সেখানে তার হার্টে রিং পরানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তামিমের জ্ঞান ফিরেছে। তিনি পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পরযবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। -ক্রিকফ্রেঞ্জি

দুপুর থেকেই তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পরে বিশ্ব জুড়ে। তামিমের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে তার বন্ধু পরিজনরা। এর মধ্যে রয়েছেন যুবরাজ সিং, মনোজ তিওয়ারি ও লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটার ও তামিমের বন্ধু মনোজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।

শ্রীলঙ্কার সাবেক পেসার মালিঙ্গা লিখেছেন, মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। 

তামিমের সুস্থতা কামনা করে যুবরাজ লিখেছেন, তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।

জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তামিমের আরোগ্য কামনা করে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়