শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কলকাতায় ছয় বছর পর টেস্ট খেলবে ভারত, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : গত শনিবার থেকে কলকাতার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এদিনই অনুষ্ঠিত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সভায় নিশ্চিত করা হয়েছে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল কলকাতায়। এরপর সাদা পোশাকে আর এই মাঠে দেখা যায়নি ভারতীয় দলকে। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।

২ অক্টোবর থেকে মোহালিতে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। আর ১০ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর দেশে ফিরে তারা ক্যারিবীয়দের আতিথেয়তা দেবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতের মাটিতে সিরিজ খেলতে যাবে সাউথ আফ্রিকা। টেস্ট ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকছে এই সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বরে। এই দুই দলের প্রথম টেস্ট হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে গুয়াহাটিতে। এবারই প্রথমবারের মতো গুয়াহাটিতে টেস্ট খেলতে দেঝা যাবে ভারতীয় দলকে।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর হওয়ার কথা তিনটি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কোটাক, নাগপুর, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়