শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কলকাতায় ছয় বছর পর টেস্ট খেলবে ভারত, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : গত শনিবার থেকে কলকাতার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এদিনই অনুষ্ঠিত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সভায় নিশ্চিত করা হয়েছে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল কলকাতায়। এরপর সাদা পোশাকে আর এই মাঠে দেখা যায়নি ভারতীয় দলকে। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।

২ অক্টোবর থেকে মোহালিতে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। আর ১০ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর দেশে ফিরে তারা ক্যারিবীয়দের আতিথেয়তা দেবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতের মাটিতে সিরিজ খেলতে যাবে সাউথ আফ্রিকা। টেস্ট ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকছে এই সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বরে। এই দুই দলের প্রথম টেস্ট হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে গুয়াহাটিতে। এবারই প্রথমবারের মতো গুয়াহাটিতে টেস্ট খেলতে দেঝা যাবে ভারতীয় দলকে।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর হওয়ার কথা তিনটি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কোটাক, নাগপুর, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়