শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৯:৫১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থানকে হারিয়ে আইপিএলে হায়দরাবাদের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ট্র্যাভিস হেড ও ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৮৬ রানের ইনিংস শেষে ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। রান তাড়ায় সাঞ্জু স্যামসন ও ধ্রæব জুরেলের ব্যাটে কিছুটা আশা জেগেছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু রান পাহাড় টপকানোর জন্য তা যথেষ্ট হয়নি।  ৪৪ রানের জয়ে আইপিএলের এবারের আসর শুরু করেছে প্যাট কামিন্সের দল। রোববার (২৩ মার্চ) হায়দরাবাদে দিনের প্রথম ম্যাচে ইশানের আইপিএল ক্যারিয়ারের প্রথম শতকে ৬ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে রাজস্থানের ইনিংস থামে ৬ উইকেটে ২৪২ রানে।

এ দিন বল হাতে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েন জফরা আর্চার। রাজস্থানের এই ইংলিশ পেসার ৪ ওভারে ৭৬ রান দেন। বোলারদের ওপর ঝড় তুলে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে হায়দরাবাদ। ৩ উইকেটে ২৮৭ রান নিয়ে সবার ওপরেও আছে তারাই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন হায়দরাবাদের ব্যাটাররা। ইশানের ৪৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১০৬ রানের অপরাজিত ইনিংস ছাড়াও ৩১ বলে ৬৭ রান করেন হেড। অন্যদিকে ঝড়ো ব্যাটিংয়ে অভিষেক শর্মা ২৪, নিতিশ কুমার রেড্ডি ৩০ ও হাইনরিখ ক্লাসেন ৩৪ রান করলে বড় সংগ্রহ পায় গত আসরের রানার্স-আপরা।

জবাবে দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক রিয়ান পরাগকে হারায় রাজস্থান। পাওয়ারপ্লের ভেতর ৭৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। চতুর্থ উইকেটে স্যামসন-জুরেলের ১১১ রানের জুটি কিছুটা আশা জাগালেও তারা রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেনি। স্যামসন ফেরেন ৬৬ রান করে। সর্বোচ্চ ৭০ রান করেন জুরেল। শেষ দিকে শিমরন হেটমায়ারের ঝড়ো ৪২ ও শুবম দুবের অপরাজিত ৩৪ রান কেবল পরাজয়ের ব্যবধানটাই কমায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়