শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান পারলো না। নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে হারের পর গত ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিল পাকিস্তান। দুইশ রানের বেশি লক্ষ্য তাড়া করেছিল চার ওভার হাতে রেখেই। কিন্তু চতুর্থ টি-টোয়েন্টিতে সালমান আলী আগার দলকে ১১৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।

রোববার (২৩ মার্চ) মাউন্ড মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২২০ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে পেসারদের তোপে ১৬ ওভার ২ বলে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের দেখা পান। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। - অলআউট স্পোর্টস

আগের ম্যাচে ২০৫ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে জয় পাওয়া পাকিস্তান এদিন টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় মাত্র ৯ রানের মধ্যে, প্রথম ওভারে মোহাম্মদ হারিসকে (২) তুলে নিয়ে যার শুরুটা করেন উইল ওরোর্ক। পরের ওভারে জোড়া আঘাতে গত ম্যাচের সেঞ্চুরিয়ান হাসান নাওয়াজ (১) ও অধিনায়ক সালমানকে (১) তুলে নেন জ্যাকব ডাফি।

এরপর শাদাব খানকে নিয়ে ইরফান খান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশিক্ষণ টেকেনি। শাদাবের পর ২৪ রান করা ইরফান ফিরতেই ভেঙে পড়ে পাকিস্তানের পুরো ব্যাটিং-অর্ডার। গতির ঝড় তুলে এ যাত্রায় ডাফির সঙ্গে নেতৃত্ব দেন জ্যাকারি ফোলকস।

৫৬ রানে ৮ উইকেট হারানোর পর শেষ দিকে আব্দুল সামাদের ইনিংস সর্বোচ্চ ৪৪ রানের সুবাদে কোনো মতে একশ রান পার করে পাকিস্তান। ডাফির শিকার ৪ উইকেট। ফোলকস নেন ৩ উইকেট।

ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। ৪৪ রান করা সাইফার্টকে ফিরিয়ে ২৫ বলে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ। এরপর মার্ক চ্যাপম্যানকে নিয়ে বোলারদের ওপর তা-ব শুরু করেন অ্যালেন। ১৯ বলে ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। চ্যাপম্যান ফেরেন ২৪ রান করে।

প্রথম ১০ ওভারেই ১৩৪ রান তোলে স্বাগতিকরা। তবে একাদশ ওভারের প্রথম বলে ৫০ রান করা অ্যালেন ফেরার পর কিউইরা দ্রুত আরও দুই উইকেট হারালে রানের গতি কিছুটা কমে আসে। শেষ দিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ঝড়ো অপরাজিত ৪৬ রানের সুবাদে বড় সংগ্রহ পায় নিউ জিল্যান্ড। আগামী বুধবার ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়