শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০১:৪৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পারফরম্যান্স দিয়েই নির্বাচকদের জবাব দিতে চান  মোহাম্মদ সিরাজ

স্পোর্টস ডেস্ক : ভারতী ক্রিকেট দলের অন্যতম পেসার মোহাম্মদ সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। এরপর জসপ্রিত বুমরাহ যখন ছিটকে গেলেন অনেকেই ভেবেছিলেন সিরাজকে ভারতীয় দলে ডাকা হবে। তবে তার পরিবর্তে দলে নেয়া হয় স্পিনার বরুণ চক্রবর্তীকে। সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে না পেরে হতাশ হয়েছিলেন ঠিকই। তবে পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চান তিনি।

বুমরাহ-সিরাজকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। ফলে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা বাড়াবাড়ি হবে নিশ্চিতভাবেই। দল নির্বাচন নিয়ে ভেবে নিজের ওপর চাপও নিতে চান না সিরাজ। শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। সেখানেই আপাতত পারফর্ম করার লক্ষ্য ভারতীয় এই পেসারের। - ক্রিকফ্রেঞ্জি

নিজের অনুভূতির কথা জানিয়ে সিরাজ বলেছেন, দেখুন, দল নির্বাচন তো আমার হাতে নেই। আমার হাতে আছে কেবল ক্রিকেট বল এবং এটা নিয়েই যা কিছু করা সম্ভব, চেষ্টা করেছি করার। এখন দল নির্বাচন নিয়ে ভেবে নিজের ওপর চাপ নিতে চাই না। স্রেফ পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও সুযোগ পাননি সিরাজ। এর আগে রঞ্জি ট্রফিতে শুধু একটি ম্যাচ খেলেছেন তিনি। এই ফাঁকা সময়ে বসে না থেকে নিজেকে শাণিত করেছেন সিরাজ। দল থেকে বাদ পড়াকে সুযোগ হিসেবে নিয়ে নিজের ফিটনেস ও বোলিং স্কিল নিয়ে কাজ করেছেন তিনি।

নিজের প্রস্তুতি নিয়ে সিরাজ বলেন, বেশ কয়েক বছর ধরে খেলছি। টানা খেলতে থাকলে বিশ্রাম বেশি পাওয়া যায় না। এই সময়টায় কিছুটা সুযোগ পেয়েছি। ফিটনেস ও বোলিং স্কিল নিয়ে কাজ করেছি। নতুন বল ও পুরোনে বল নিয়ে কঠোর পরিশ্রম করেছি। স্লোয়ার ডেলিভারি ও ইয়র্কার নিয়েও কাজ করতে চাইছিলাম অনেক দিন ধরে। এবার সত্যিই সেগুলো করতে পেরেছি। দেখা যাক, আইপিএলে কেমন করতে পারি।

নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে সিরাজ আরও বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে এসব তো মনের কোণে থাকেই যে, সামনে ইংল্যান্ড সফর ও এশিয়া কাপ আছে। তবে এসব নিয়ে ভেবে ঘুম হারাম করতে চাই না। আপাতত আমার ভাবনায় কেবল আইপিএল এবং গুজরাট টাইটান্সের হয়ে ভালো করা ও তাদের শিরোপা জিততে সহায়তা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়