শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দল হারলেও মন খারাপ করেন না, সবাইকে ভালোবাসেন শাহরুখ খান: সুনিল নারিন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার সুনিল নারিন লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। গত বছর দলটির হয়ে জিতেছেন শিরোপাও। দুদিন পর নামবেন দলের হয়ে নিজের ত্রয়োদশ আইপিএল খেলতে। এর আগে ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে প্রশংসায় ভাসালেন ক্যারিবীয় এই স্পিনার।  

২০১২ সাল থেকে কলকাতার হয়ে খেলা নারিন খুব ভালো করেই চেনেন নিজের দলের মালিককে। স্টেডিয়ামে হাজির থেকে ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের যেভাবে প্রেরণা দিয়ে থাকেন। তারই বর্ণনা দিয়েছেন নারিন। হারের পরও ক্রিকেটারদের ওপর রাগ-ক্ষোভ না ঝেড়ে তাদের স্বাধীনতা দিয়ে থাকেন বলিউডের এই সুপারস্টার। এমনটাই জানান নারিন।

ওয়েস্ট ইন্ডিজের এই বোলার বলেন, প্রথমত, যেভাবে তিনি সবার সঙ্গে কথা বলে, তাতেই মনে হয় তিনি মাটির মানুষ। দ্বিতীয়ত, দলের সবাইকে ভালবাসেন তিনি। তার থেকে ভাল মালিক আর হয় না। তৃতীয়ত, নিজের মতো ক্রিকেট খেলায় সব রকম স্বাধীনতা দেন তিনি। চতুর্থত, জিতি-হারি বা ড্র করি, শাহরুখের প্রতিক্রিয়া একই রকম দেখি সবসময়। 

এ পর্যন্ত কলকাতার হয়ে ১৭৭ ম্যাচ খেলেছেন নারিন। নিয়েছেন ১৮০টি উইকেট। ব্যাট হাতেও অনেক অবদান রয়েছে তারা। লম্বা সময় ধরে দলের হয়ে পারফর্ম করা এই তারকা কলকাতাকে নিজের পরিবারই মনে করেন। তিনি বলেন, আবার এখানে ফিরে ভালো লাগছে। কলকাতায় আসতে সব সময় ভালোবাসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়