শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রোহিত-কোহলিরা ৮১ কোটি টাকা বোনাস পাচ্ছেন

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে  অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। এই টুর্নামেন্ট জিতে কোহলি-রোহিতরা পুরস্কার হিসেবে যে প্রাইজমানি পেয়েছিল তা ছিল ২৭ কোটি টাকারও বেশি। এবার নিজ বোর্ড (বিসিসিআই) থেকেও সুখবর পেল ভারতীয় দল। চ্যাম্পিয়ন হবার সুবাদে বোর্ডের পক্ষ থেকে তারা আরও পাচ্ছে ৫৮ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা ৮১ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি রজার বিনি এই বোনাসের খবর জানান। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও নির্বাচক প্যানেলও এই বোনাসের আওতায় থাকবেন।

বিসিসিআই সভাপতি বলেন, ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য।

উল্লেখ্য, আইসিসি থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের জন্য ভারত পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে। তবে সেই টাকার চেয়ে বোনাসটা এলো আরও বড় অঙ্কের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়