শিরোনাম
◈ আত্মহত্যা নয় খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ান পিটার সিডল প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করলেন ৭ উইকেট নিয়ে 

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালেই  অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করেছিলেন। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেই গতির ঝড় তুলে যাচ্ছিলেন পিটার সিডল। ৪০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষটাও করলেন দুর্দান্তভাবেই। নিজের শেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) পার্থের ওয়াকায় ভিক্টোরিয়ার হয়ে ম্যাচের শেষ উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানেন সিডল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনি শিকার করেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচ জেতান ৩৪ রানে। ২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া সিডল তার ক্যারিয়ার শেষ করলেন ৭৯২ উইকেটে। এ সময় তিনি ম্যাচ খেলেছেন ২৩১টি।

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে জাতীয় দলে এই ফরম্যাটের বিশেষজ্ঞ হিসেবেই খেলেছেন সিডল। ৬৭ ম্যাচে তার শিকার ছিল ২২১টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন আটবার। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজে নিজের জন্মদিনে করেছিলেন হ্যাটট্রিক।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে ৩৩২ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন সিডল। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৭ বার। এই প্রতিযোগিতার শীর্ষ ১৫ উইকেট শিকারিদের একজন তিনি। আর এবারের মৌসুমে ৫ ম্যাচে তার শিকার ২৪ উইকেট।

বয়স ৪০ পেরুনোর এই পেসার এবারের ঘরোয়া মৌসুমে বল হাতে নিয়মিতই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন। গতির ঝড় তুলে বিগ ব্যাশে ওভার প্রতি ৮ রানের কম দিয়ে শিকার করেন ১২ উইকেট। অন্যদিকে ঘরোয়া ওয়ানডে কাপে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়