শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ান পিটার সিডল প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করলেন ৭ উইকেট নিয়ে 

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালেই  অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করেছিলেন। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেই গতির ঝড় তুলে যাচ্ছিলেন পিটার সিডল। ৪০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষটাও করলেন দুর্দান্তভাবেই। নিজের শেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) পার্থের ওয়াকায় ভিক্টোরিয়ার হয়ে ম্যাচের শেষ উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানেন সিডল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনি শিকার করেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচ জেতান ৩৪ রানে। ২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া সিডল তার ক্যারিয়ার শেষ করলেন ৭৯২ উইকেটে। এ সময় তিনি ম্যাচ খেলেছেন ২৩১টি।

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে জাতীয় দলে এই ফরম্যাটের বিশেষজ্ঞ হিসেবেই খেলেছেন সিডল। ৬৭ ম্যাচে তার শিকার ছিল ২২১টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন আটবার। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজে নিজের জন্মদিনে করেছিলেন হ্যাটট্রিক।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে ৩৩২ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন সিডল। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৭ বার। এই প্রতিযোগিতার শীর্ষ ১৫ উইকেট শিকারিদের একজন তিনি। আর এবারের মৌসুমে ৫ ম্যাচে তার শিকার ২৪ উইকেট।

বয়স ৪০ পেরুনোর এই পেসার এবারের ঘরোয়া মৌসুমে বল হাতে নিয়মিতই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন। গতির ঝড় তুলে বিগ ব্যাশে ওভার প্রতি ৮ রানের কম দিয়ে শিকার করেন ১২ উইকেট। অন্যদিকে ঘরোয়া ওয়ানডে কাপে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়