শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচে সমর্থক হয়ে আর্জেন্টিনাকে উৎসাহ দেবেন মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি দলে না থাকায় উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন দলটিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। তবে মাঠের বাইরে থেকে সমর্থক হিসেবে দলকে উৎসাহ দিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ দুটির প্রাথমিক দলে ছিলেন মেসি। কিন্তু গত রোববার রাতে মেজর লিগ সকারের ম্যাচে চোটে পড়ায় তাকে ছাড়াই সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। অলআউট স্পোর্টস 

জাতীয় দলের হয়ে প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ১৯১টি ম্যাচ খেলেছেন মেসি। দলের দীর্ঘদিনের শিরোপা খরাও কাটে তার হাত ধরেই। এরপর ২০২২ কাতার আসরে দলকে তৃতীয়বারের জেতান বিশ্বকাপের ট্রফি। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও তার দল।

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে না পারার হতাশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তুলে ধরে আর্জেন্টাইন মহানায়ক লেখেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে স্পেশাল এই দুটি ম্যাচে থাকতে না পেরে আমি হতাশ। সবসময়ের মতোই আমি থাকতে চেয়েছিলাম। তবে শেষ মুহূর্তের চোট, যদিও তা খুব গুরুতর নয়, তবে সেটিই আমাকে আপাতত মাঠের বাইরে রাখছে। অন্য সব সমর্থকের মতোই এখান থেকে আমি দলকে সমর্থন করব ও উৎসাহ দেব। এগিয়ে চলো আর্জেন্টিনা।

মেসি না থাকলেও খুব বেশি দুর্ভাবনার কারণ নেই আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা তাদের জন্য বলা চলে সময়ের ব্যাপার। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা উরুগুয়ের চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্টে। অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর ঘরের মাঠে স্কালোনির দল মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়