শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে

স্পোর্টস ডেস্ক : স্কুল ক্রিকেটে এক বিরল রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবেও ৪০০ রানের ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে কোনো পর্যায়েই কোয়াড্রপল হাঁকানোর রেকর্ড ছিল না কোনো ব্যাটারের। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মুস্তাকিম। স্কুল ক্রিকেটের ওয়ানডে সংস্করণে রেকর্ডটি ওপেনিংয়ে নেমে ৪০৪ রান করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি ৫০ চার ও ২২ ছক্কায় সাজানো।

মুস্তাকিমের রেকর্ড গড়ার দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দলের অধিনায়ক সোয়াদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কায় ২৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাদের ব্যাটিং তা-বে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান।  
জবাবে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে হারে সেন্ট গ্রেগরিস। বল হাতে ৬ উইকেট নিয়েছেন ক্যামব্রিয়ানের হাসান হৃদয়। আর ৪ উইকেট গেছে পারভেজের দখলে।  

বাংলাদেশের ক্রিকেটে এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড রানের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। মিরপুরে ২০২০ সালে প্রথম শ্রেণির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি ছিল ৪২ চার ও ৩ ছক্কায় সাজানো।  

তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৭ সালে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়