শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিসিবি সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের ক্রিকেট আরো পতনের দিকে যাবে:  ইনজামাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নিজ দেশ থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। একের পর এক ব্যর্থতার কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ধুয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের মতো কিংবদন্তিরা। দলের বাজে পারফরম্যান্সের জন্য সকলেই দায়ী করছেন পিসিবিকে।

পিসিবি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে পাকিস্তান ক্রিকেট আগামীতে আরও পতনের দিকে যাবে বলে মনে করেন ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নি¤œমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।

ঘন ঘন কোচ-ম্যানেজমেন্ট পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মনে করেন না ইনজাজাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না।

আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না। পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেও বাবরের ওপর আস্থা রাখতে বলছেন ইনজামাম।

বারকে সেরা ক্রিকেটার সম্বোধন করে তিনি বলেছেন, বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়