শিরোনাম
◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিসিবি সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের ক্রিকেট আরো পতনের দিকে যাবে:  ইনজামাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নিজ দেশ থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। একের পর এক ব্যর্থতার কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ধুয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের মতো কিংবদন্তিরা। দলের বাজে পারফরম্যান্সের জন্য সকলেই দায়ী করছেন পিসিবিকে।

পিসিবি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে পাকিস্তান ক্রিকেট আগামীতে আরও পতনের দিকে যাবে বলে মনে করেন ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নি¤œমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।

ঘন ঘন কোচ-ম্যানেজমেন্ট পরিবর্তন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মনে করেন না ইনজাজাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না।

আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না। পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেও বাবরের ওপর আস্থা রাখতে বলছেন ইনজামাম।

বারকে সেরা ক্রিকেটার সম্বোধন করে তিনি বলেছেন, বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়