শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানের ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই’র দুই বছরের কন্যা মারা গেলো

স্পোর্টস ডেস্ক : হজরতউল্লাহ জাজাই, আফগানিস্তানের তারকা ব্যাটার। যার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয়ের আনন্দে ভেসেছে আফগানরা। তবে এবার সেই জাজাইয়ের পরিবারেই বইছে শোকের ছায়া। কেননা নিজের দু’বছর বয়সী কন্যাকে হারিয়েছেন এই আফগান ব্যাটার। ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

শুক্রবার (১৪ মার্চ) জাজাইয়ের জাতীয় দলের সতীর্থ করিম জানাত সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ জানান।

এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লেখেন, গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হজরতউল্লাহ জাজাই ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা জাজাইকে অনুসরণ করেন, তাদের একটি বিষয় বেশ জানা। প্রায়ই তিনি নিজ কন্যার আনন্দমুখর ছবি ও ভিডিও পোস্ট করতেন। মেয়েকে হারানোর পর বাবা হিসেবে স্বভাবতই কঠিন এক সময় পার করছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখন পর্যন্ত ১৬টি একদিনের পাশাপাশি ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়