শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো তামিম ইকবালের সেঞ্চুরি, ব্রাদার্সের বিরুদ্ধে মোহামেডানের সহজ জয়

নিজস্ব প্রতিবেদক : যে দলটির পরাজয় দিয়ে শুরু হয়েছিলো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর, সোই মোহামেডান যেনো এখন মুক্তবিহঙ্গের মতো উড়ছে। লিগে তারা টানা তৃতীয় জয় গরে তুলেছে। আবারো শতক হাকালেন অধিনায়ক তামিম ইকবাল খান।

বুধবার (১২ মার্চ) মোহামেডান স্পোর্টং ক্লাব ৯ উইকেটে হারিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ১৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে। জবাবে তামিমের সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ৩২.৫ ওভারেই জয়ের দেখা পায় মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স প্রথম ওভারেই উইকেট হারায়। 

এরপর আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে পড়ে ৪৮.৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল আইচ মোল্লা (৩২)। বল হাতে মোহামেডানের তাইজুল ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। এছাড়া আবু হায়দার ৩টি ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মিরাজের (২) উইকেট হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেটে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন তামিম ও মাহিদুল হাসান অঙ্কন। তামিম হাঁকিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলা তামিম আজ ১০৫ রান করে অপরাজিত থাকেন। ৯৬ বলে ৪ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মোহামেডান। সমান পয়েন্ট শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও দুইয়ে থাকা আবাহনী লিমিটেডেরও। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়