শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই সবার শীর্ষে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট-বল হাতে ছিলেন দুর্দান্ত। আফগানিস্তানের রোমাঞ্চকর জয়ে রেখেছিলেন বড় অবদান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন আজমতউল্লাহ ওমরজাই। বুধবার (৫মার্চ) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে সতীর্থ মোহাম্মদ নবীকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেন ওমরজাই।

এর আগে ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন চলতি মাসে ২৫ বছর বয়সে পা দিতে যাওয়া ওমরজাই। এক ধাপ করে নিচে নেমে গেছেন নবী ও সিকান্দার রাজা। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট-বলে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ আছেন তালিকার চার নম্বরে।

ইংল্যান্ডের বিপক্ষে আফগানদের ৮ রানে জয়ের ম্যাচে ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন ওমরজাই। এর আগে ব্যাট হাতে খেলেন ঝড়ো ৪১ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ৬৭ রান করে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে বল হাতে শিকার করেন ১ উইকেট।

অলরাউন্ডারদের ছাড়াও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন ওমরজাই। ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন আরেক আফগান ইবরাহিম জাদরান। এই তালিকায় যৌথভাবে ২৫ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শীর্ষ চল্লিশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হলেন তিনি।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুইয়ে আছেন বাবর আজম। এক ধাপ করে এগিয়ে তিন নম্বরে হাইনরিখ ক্লাসেন ও চার নম্বরে বিরাট কোহলি অবস্থান করছেন। দুই ধাপ নেমে পাঁচ নম্বরে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো স্টিভ স্মিথ ক্যারিয়ার শেষ করেছেন ১৬ নম্বরে থেকে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন শ্রীলঙ্কার মহীশ থিকশানা। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন কেশব মহারাজ। চ্যাম্পিয়নস ট্রফিতে বল হাতে আগুন ঝরিয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন ম্যাট হেনরি। বাংলাদেশ বোলারদের মধ্যে যৌথভাবে ৩১ নম্বরে আছেন তাসকিন আহমেদ ও মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়