শিরোনাম
◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত! ◈ খুনি পালায়, ট্রাইব্যুনাল পিছায়, পাসপোর্ট হয় বাসায়: হাসনাত আব্দুল্লাহ ◈ ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও) ◈ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, ইমিগ্রেশন বলছে ‘কোনো নিষেধাজ্ঞা ছিল না’ ◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল ◈ সাইবার অপরাধ বাড়ছে, শীর্ষে সোশ্যাল মিডিয়া

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সান্তোসের হয়ে ১৫টি গোল করলে বার্সেলোনায় ফিরতে পারবেন নেইমার 

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সেলোনায় ফিরে আসার স্বপ্ন দেখছেন, তবে তার জন্য কাতালান ক্লাবটি একটি কঠিন শর্ত দিয়েছে। স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’ জানিয়েছে, নেইমারকে সান্তোসের হয়ে অন্তত ১৫টি গোল করতে হবে, নইলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা করবে না।

আল-হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে ইউরোপে ফেরার ইচ্ছা তার এখনো অটুট। বার্সেলোনার হয়ে পুনরায় মাঠে নামতে হলে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রমাণ করতে হবে যে তিনি আবারও ফিট এবং ফর্মে আছেন। বার্সা কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, সান্তোসের হয়ে অন্তত ১৫ গোল করতে না পারলে তার ফেরার কোনো সুযোগ নেই।

নেইমারের বার্সেলোনা অধ্যায় ছিল স্বপ্নময়। ২০১৫ সালে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ‘এমএসএন’ জুটি গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। তবে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

বর্তমানে সান্তোসের সঙ্গে তার চুক্তি জুন পর্যন্ত রয়েছে, অর্থাৎ হাতে মাত্র কয়েক মাস সময়। নেইমারের সামনে এখন বড় পরীক্ষা সান্তোসের জার্সিতে পারফর্ম করার। মাসের শেষে ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তাকে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। বার্সেলোনায় ফেরার স্বপ্ন কি বাস্তব হবে? নাকি ১৫ গোলের শর্তটাই হয়ে দাঁড়াবে তার জন্য সবচেয়ে বড় বাধা? সময়ই বলে দেবে সেই উত্তর। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়