শিরোনাম
◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আরও একটি অধিদফতর হচ্ছে ◈ সাইবার নিরাপত্তা আইনের ৯ ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন ◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল 

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে বৈরি আবহাওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে খেলা হলো না। ফলে দুই দলই ১টি করে পয়েন্ট পায়। এর ফলে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে তিন নম্বরে থেকে, আর পাকিস্তান রয়েছে তালিকার তলানিতে। 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য মোট প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে ৬.৯ মিলিয়ন ডলার বা প্রায় ৮৪ কোটি টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা) করে পাচ্ছে। 

এছাড়া, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য নির্ধারিত ছিল ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা)। তবে বাংলাদেশ কোনো ম্যাচ না জেতায় এই অতিরিক্ত অর্থ পাবে না।

বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় স্থান অর্জন করায় সপ্তম বা অষ্টম স্থানে থাকলে দলটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা)।

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলের জন্য আইসিসি থেকে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা)। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা) এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা)।

বাংলাদেশ দলের এবার গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার ফলে সম্ভাব্য প্রাইজমানি দাঁড়াবে আনুমানিক ৩-৫ কোটি টাকার মধ্যে। যদিও আইসিসি স্পষ্টভাবে দলগুলোর চূড়ান্ত অবস্থান নির্ধারণের পদ্ধতি প্রকাশ করেনি, তবে বাংলাদেশ ৭ম বা ৮ম স্থান অর্জন করলে ৩ কোটি টাকার বেশি প্রাইজমানি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়