শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ কোচ বাটলার আমন্ত্রণ পেয়েও একুশে পদক নিতে যাননি

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ কোচ পিটার বাটলার বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দলকে অনুশীলন করিয়েছেন। তবে অনুশীলনের কয়েক ঘণ্টা পরেই ওসমানী মিলনায়তনে আয়োজিত একুশে পদক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও তিনি সেখানে যাননি।

সাফজয়ী দলের ২৩ ফুটবলারের মধ্যে ১৬ জন কোচ বাটলারকে বয়কট করে চলছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এখনো মুখোমুখি হননি। বৃহস্পতিবারের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোচ-খেলোয়াড়দের একত্রিত হওয়ার সুযোগ থাকলেও সেটি এড়িয়ে গেছেন বাটলার। এমনকি ফেডারেশনের সভাপতির অনুরোধের পরও তিনি নারী ফুটবলারদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন, যা তার অনুপস্থিতির মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে। - চ্যানেল২৪

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ কন্টিনজেন্টে ৩২ জন সদস্য ছিলেন। অনুষ্ঠানে প্রধান কোচ বাটলার ছাড়াও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং গোলরক্ষক কোচ মেহেদী হাসান উজ্জ্বলও উপস্থিত ছিলেন না। জানা গেছে, একজন শারীরিক অসুস্থতা ও অন্যজন পারিবারিক সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি, তবে বাটলারের অনুপস্থিতির কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

নারী ফুটবল দলের দলনেতা হিসেবে দায়িত্বে ছিলেন বাফুফের নির্বাহী সদস্য টিপু সুলতান। তার দায়িত্ব ছিল পুরো দলকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকা। কিন্তু তিনি প্রধান কোচের অনুপস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমাকে ফেডারেশন থেকে সাড়ে আটটার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমি নির্ধারিত সময়ে এসেছি, তবে পরে শুনেছি হেড কোচ ও আরও কয়েকজন অনুপস্থিত। সবার উপস্থিত থাকার কথা ছিল, কেন আসেননি, তা আমার জানা নেই।

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান নিয়ন্ত্রক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় কোচের অনুপস্থিতি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি।

এছাড়া, সাফ কন্টিনজেন্টের বাইরেও বাফুফের ৭ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। এর মধ্যে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি অনুষ্ঠানে যাননি। চার সহ-সভাপতির মধ্যে একজন (সাব্বির আহমেদ আরেফ) এবং নির্বাহী সদস্যদের মধ্যে ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন, সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, আমিরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাফুফের নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে ১৫ জনই সদস্য। তবে অনেকেই জানতেন না কারা আমন্ত্রিত এবং কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের একুশে পদক অনুষ্ঠানে অনুপস্থিতি এবং নারী ফুটবলারদের সঙ্গে তার দূরত্ব নারীদের ফুটবলে বিদ্যমান সংকটেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ফেডারেশনের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং দলীয় ঐক্যের অভাব নিয়ে ফুটবল মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়