শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সেভিয়ার বিরুদ্ধে বার্সেলোনার সহজ জয়, হেরে গেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: পারস্পরিক সমন্বয় ও দলীয় সমঝোতা বজায় রেখে একের পর এক আক্রমশ শানিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। তারা প্রতিপক্ষের মাঠে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। অপরদিকে, এফএ কাপে দ্বিতীয় বিভাগের দল প্লিমাউথের কাছে হেরে অঘটনের জন্ম দিয়েছে লিভারপুল। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ম্যাচ দুটি।

সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লেভানডোভস্কির গোলে লিড নেয় বার্সা। খেলার ৭ মিনিটের মাথায় ইনিগো মার্তিনেজের কাছ থেকে বল তা জালে জড়ান এই পোলিশ স্ট্রাইকার। ঠিক পরের মিনিটেই ভার্গাসের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে সেভিয়া। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গাভির বদলি হিসেবে নামা ফেরমিনের গোলে আবারও এগিয়ে যায় বার্সা। ম্যাচে আবারও লিড নেয় কাতালানরা। ৫৫ মিনিটে স্কোরশিটে নাম তুলে দলকে ৩-১ ব্যবধানের লিড এনে দেন রাফিনহা। ৫ মিনিট পর ফেরমিন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। তবে দলের জন্য বড় বিপদের কারণ হয়নি তা।

ম্যাচের ১ মিনিট সময় বাকি থাকতে সেভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন এরিক গার্সিয়া। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান মাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, এক পয়েন্ট কম নিয়ে তার পরের অবস্থানেই অ্যাটলেটিকো।

অপরদিকে, এফএ কাপে লিভারপুলকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে প্লিমাউথ। প্রিমিয়ার লিগের বর্তমান লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি হেরে বসেছে দ্বিতীয় টায়ার ইএফএল চ্যাম্পিয়নশিপের টেবিলে রেলেগেশন মার্ক-এ অবস্থান করা দলের সঙ্গে।

অবশ্য ছন্দ ধরে রেখে প্রতিপক্ষের মাঠে প্রভাব বিস্তার করে খেলতে থাকে লিভাপরপুল। বল দখলে একচেটিয়ে অধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা দলটি। ফলে প্রথমার্ধ গোলশুন্য রেখে বিরতিতে যায় অলরেডসরা।

দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে লিভারপুলের বক্সের ভেতর হার্ভি এলিয়টের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ব্যবধান গড়ে দিয়ে প্লাইমাউথকে ১-০ গোলের লিড এনে দেন রায়ান হার্ডি।

দ্বিতীয় সারির দল নামানো লিভারপুল এরপর চেষ্টার পর চেষ্টা করেও গোল পায়নি। প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড বাধার প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত হার নিয়েই এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয় আর্নে স্লটের শিষ্যদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়