শিরোনাম
◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কা আসবে না, নেপালের বিরুদ্ধে টেস্ট কাবাডি খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কাবাডি ফেডারেশন শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট ম্যাচ আয়োজন করতে চেয়েছিলো। প্রতি দলের বিপক্ষে ৫টি করে ম্যাচ আয়োজন করার পরিকল্পনা ছিলো। তবে শ্রীলঙ্কান খেলোয়াড়দের পাসপোর্ট জটিলতা এবং অন্যান্য কারণ দেখিয়ে আসতে না পারার চিঠিতে জানানো হয়েছে।

২৯ জানুয়ারি শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশন থেকে পাঠানো এক চিঠিতে একাধিক খেলোয়াড়ের পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে টেস্ট ম্যাচ পিছিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে, ২২ থেকে ৩০ এপ্রিল টেস্ট আয়োজন করলে শ্রীলঙ্কা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন টেস্ট ম্যাচ আয়োজনের জন্য সরকারি অনুমোদন নিয়েছে, বরাদ্দ নিয়েছে ভেন্যু।  

এ অবস্থায় টেস্ট ম্যাচ খেলতে নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রোববার এক চিঠিতে অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে নেপাল। টেস্ট খেলতে আসা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ নারী দলকে নেপালে টেস্ট খেলার আমন্ত্রণ জানানো হয়েছে।

১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দানে টেস্ট ম্যাচ আয়োজন হবে। একই ভেন্যুতে আয়োজিত হবে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্ব। টেস্ট ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ১০ জানুয়ারি নারী এবং পুরুষ দুই দলের প্রস্তুতি শুরু হয়েছিল। দুই বিভাগে ছিল ২৭ জন করে খেলোয়াড়। পরবর্তী সময়ে সংখ্যাটা ২০-এ নামিয়ে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়