শিরোনাম
◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে লিটন দাস খেলবেন করাচি কিংসে, রিশাদ লাহোর কালান্দার্সে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাহিদ রানার পর দল পেলেন লিটন দাস। খেলবেন ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনেদের করাচি কিংসে। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ার পর বিপিএলে হাঁকালেন ঝড়ো সেঞ্চুরি। একদিন পর পেয়ে গেলেন পিএসএল ড্রাফটে দলও। ২৪ ঘন্টার ব্যবধানে লিটন যেনো মুদ্রার এপিঠ ওপিঠ সবই দেখলেন।

লিটনের পর দল পেয়েছেন রিশাদ হোসেনও। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আইপিএলে দল না পাওয়ার ছিলো আক্ষেপ, বিগ ব্যাশে দল পেয়েও খেলতে পারেননি। পিএসএল দিয়ে এই তরুণ স্পিনার পেতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন স্বাদ।

পিএসএল ড্রাফটে নাম দিয়েছিলো বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। যেখানে ছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানও। দুজনে ছিলেন সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে। কিন্তু তাদের নিয়ে আগ্রহ দেখায়নি কেউই।
বাংলাদেশিদের মধ্যে প্রথমে দল পান নাহিদ রানা। বাবর আজমে দল পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের গতি তারকা। তিনি ছিলেন ৫০ হাজার ডলারের গোল্ড ক্যাটাগরিতে।

এরপর বিক্রি হলেন কিপার ব্যাটার লিটন দাস। গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর বোলারদের কচুকাটা করে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৫৫ বলে ১২৫ রানের ইনিংসটিই তাকে হয়তো পাইয়ে দিলো পিএসএল দল।
রিশাদের প্রতি দলগুলো আগ্রহ দেখাতে পারে আগে থেকেই জানা। আইপিএল মিস করলেও বিগ ব্যাশে তাকে দলে টেনেছিলো হোবার্ট হারিকেনস। কিন্তু বিপিএলের কারণে মিস করেছেন বিগ ব্যাশও। এবার দল পেলেন পিএসএলে। 
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত খেলতে পারেন কিনা এই লেগ স্পিনার। যে টুর্নামেন্টে একাধিক জাতীয় দলের সতীর্থকে পাচ্ছেন সঙ্গী হিসেবে। নাহিদ রানা, লিটন দাস তো ইতোমধ্যে নিশ্চিতই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়