শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

তামিমকে চ্যাম্পিয়নস ট্রফিতে পেলে দল অনেক উপকৃত হতো: প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জতিক ক্রিকেট খেলা তামিম ইকবাল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফিরবেন। লম্বা সময় ধরে এমন গুঞ্জন দেশের ক্রিকেটাঙ্গনে ছিলো। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচকদের সাথে আনুষ্ঠানিক বৈঠকের পরও ফেরা হয়নি টাইগার বাঁহাতি ব্যাটারের।

রোববার (১২ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ। একদিন আগে ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিমের সাথে সাকিব আল হাসান ও লিটন দাসও নেই স্কোয়াডে। তবে তামিম রাজি থাকলে তাকে নিয়েই গড়া হতো দল এটা নিশ্চিত। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুতো সরাসরিই জানিয়েছেন তাকে মিস করবেন।

লিপু বলেন, তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে যদি বড় টুর্নামেন্টে আমরা পেতাম, তাহলে দল অনেক উপকৃত হতো। কোনো সন্দেহ নেই। মাঠে তার উপস্থিতি... তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন। আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল, তিনি হয়তো এই টুর্নামেন্ট খেলবেন।

তবে ব্যাট হাতে ছন্দে থাকা তামিমকে না পাওয়ার ক্ষেত্রে তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন প্রধান নির্বাচক। লিপু যেমনটা বলছিলেন, এটা (অবসর) তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। বাংলাদেশ ক্রিকেটের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে। তিনি দলে থাকলে আমার মনে হয় দল অনেক উপকৃত হতো। বিশেষ করে টপ-অর্ডার অনেক উপকৃত হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়