শিরোনাম
◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ইউনিস খান আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফির দলের পরামর্শক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইউনিস খানকে আফিগানিস্তান ক্রিকেট দলে পরামর্শ নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।  পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য আফগানিস্তান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনিস। পাকিস্তানের সাবেক এই তারকা ব্যাটার টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।

বুধবার এক বিবৃতিতে ইউনিসকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে ২০২২ সালে ১৫ দিনের জন্য দেশটির ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন ইউনিস।

আইসিসির বড় আসরগুলোর আগে স্বাগতিক দেশগুলোর সাবেকদের পরামর্শের ভূমিকায় দায়িত্ব দিয়ে আসছে আফগানিস্তান। গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান তারকা ডোয়েইন ব্রাভোকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল তারা। সেবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল আফগানরা। তারও আগে ভারতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই দায়িত্বে ছিলেন দেশটির সাবেক ওপেনার অজয় জাদেজা। 

এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান-সংগ্রাহক ইউনিসকেও নিয়োগ দিল আফগানিস্তান। পাকিস্তানের হয়ে ১১৮ টেস্টে ৫২ দশমিক ০৫ গড় ও ৩৪ সেঞ্চুরিতে ইউনিসের রান ১০ হাজার ৯৯। অন্যদিকে ২৬৫ ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটারের রান ৭ হাজার ২৪৯। তার নেতৃত্বে ২০০৯ সালে নিজেদের একমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়