শিরোনাম
◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবালের হার না মানা ৮৬ রানের কল্যাণে ফরচুন বরিশালের সহজ জয়

নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে দারুণ এক ম্যাচ জিতেছে ফরচুন বরিশাল। এই স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচেই ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন রংপুরের অ্যালেক্স হেলস, সাইফ হাসান, জাকের আলী অনিক, অ্যারন জোন্সরা। বিপিএলের এক ম্যাচে রেকর্ড ৩১ ছক্কায় দেখা গেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে। ২০৫ রানের লক্ষ্য রংপুর পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই। সিলেটের উইকেট কতটা ভালো সেটা বুঝাতে হয়ত আর খুব বেশি পরিসংখ্যানের প্রয়োজন নেই।

এমন উইকেটে যেমন ব্যাটিং প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করেছিলেন দুর্বার রাজশাহীর ব্যাটাররা। তবে সময় যত বেড়েছে রানের চাকায় যেন ততোই জ্যামে পড়েছেন এনামুল হক বিজয়রা। ফাহিম আশরাফ ও শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে যেন পেরেই উঠতে পারছিলেন না বিজয়, রায়ান বার্লরা। শেষ ৫ ওভারে এসেছে তাই মাত্রই ৩৫ রান। ভালো শুরুতে প্রথম ৬ ওভারে ৬০ রান তোলার পরও রাজশাহীকে তাই থামতে হয়েছে ১৬৮ রানে। - ক্রিকফ্রেঞ্জি

উইকেট বিবেচনায় লক্ষ্যটা খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল ফরচুন বরিশালের জন্য। সেটা কঠিন হতেও দেননি বর্তমান চ্যাম্পিয়নরা। সুযোগ কাজে লাগাতে না পারা প্রীতম কুমার ফিরলেও পাওয়ার প্লেতে ঝড় তোলেন কাইল মেয়ার্স ও তামিম ইকবাল। যদিও মেয়ার্স ফিরেছেন ১১ বলে ২৪ রান করে। তবে একপ্রান্তে ঠিকই রাজশাহী বোলারদের বিপক্ষে রান বের করছিলেন তামিমকে। 

বরিশালকে ৭ উইকেটে জয় এনে দিয়ে বাঁহাতি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। তাকে সঙ্গ দেয়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বরিশাল। দুটি জয়ই অবশ্য রাজশাহীর বিপক্ষেই। অপর দিকে চার ম্যাচ খেলা বিজয়ের রাজশাহী মাত্র একটি ম্যাচ জয় পেয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে অনায়াসে হারিয়েছিল রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর- দুর্বার রাজশাহী- ১৬৮/৪ (২০ ওভার) (হারিস ২২, জিসান ৩৮, বিজয় ৩৯, ইয়াসির ৩৭, আকবর ১৫*)
ফরচুন বরিশাল- ১৬৯/৩ (১৭.৩ ওভার) (প্রীতম ৩, তামিম ৮৬*, মেয়ার্স ২৪, হৃদয় ১৩, মুশফিক ৩৪*)

  • সর্বশেষ
  • জনপ্রিয়