শিরোনাম
◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাটলেটিকোর কষ্টের জয়, নিজের মাঠেই হেরে গেলো নাপোলি 

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ কোপা দেল রেতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহুর্তে আলভারেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। কোপা ইতালিয়ায় একই ব্যবধানে লাৎজিও এর কাছে ঘরের মাঠে নাপোলি হেরছে। টিজানি নসলিনের হ্যাটট্রিকে পরাজয়ের মুখ দেখে দলটি।

কোপা দেল রেতে দ্বিতীয় বিভাগের দল সিপি ক্যাসেরেনোর মাঠে শেষ মুহুর্তের ঝড়ে জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে আলভারো মেরেনসিও’র গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকে রেখে জয়ের সুবাতাস পাচ্ছিল ক্যাসেরেনো। ৮৩ মিনিটে ক্লিমেন্ট লেঙ্গলেটের গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আর ইনজুরি টাইমে ষষ্ঠ মিনিটের মাথায় আলভারেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। - যমুনা নিউজ

এদিকে কোপা ইতালিয়ায় ঘরের মাঠে শুরু থেকেই নাপোলিকে চাপে রাখে লাৎজিও। সিরি আ লিগে সফরকারিরা লিগ টপার হলেও এদিন ম্যাচে ছিল তার ভিন্ন রূপ। খেলার ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। এরপরই আক্রমণের ধার বাড়ায় লাৎজিও। ৩২ মিনিটে বক্সের ভেতর স্যমুয়েল গিগোটের কাছ থেকে বল পেয়ে দারুণ হেডে স্কোরলাইন ১-০ করেন টিজানি নসলিন। ৪ মিনিট পর গিওভানির গোলে সমতায় ফেরে নাপোলি।

তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি সফরকারিরা। ৪১ মিনিটে পেদ্রোর অ্যাসিস্টে আবারও গোল করে লাৎজিওকে ২-১ গোলে এগিয়ে নেন নসলিন। আর বিরতির পর খেলার ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই ডাচ স্ট্রাইকার। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎজিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়