শিরোনাম
◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে মোহামেডানের প্রিমিয়ার লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক: আগের ওয়ান্ডারার্স নেই। এই দলটির বিরুদ্ধে লড়াইয়ে যাবার আগে মোহামেডান আর আবাহনীকে অনেক ভাবতে হতো। সময়ের সাথে ওয়ান্ডারার্স নিজেকে হারিয়ে পেলে। ১৯ বছর পর দলটির প্রিমিয়ার লিগে ফেরা। নিজেদের প্রথম ম্যাচে একদমই মেলে ধরতে পারেনি। তাদের ৬-০ গোলে উড়িয়ে আসর শুরু করলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

সাদা-কালোদের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটের ভেতরই তিন গোলে এগিয়ে যায় মোহামেডান। পঞ্চম মিনিটে ডেডলক ভাঙেন সানডে এমানুয়েল। ১৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মিনহাজুর আবেদীন রাকিব। পাঁচ মিনিট পর তৃতীয় গোলটি আসে দিয়াবাতের হেড থেকে।

বিরতির পর গোল পেতে অবশ্য সময় লাগে মোহামেডানের। অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। বক্সের ভেতর দিয়াবাতের পাস থেকে গোলটি করেন আর্নেস্ট বোয়েটাং। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান দিয়াবাতে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়ান্ডারার্সের কফিনে শেষ পেরেকটি মারেন সৌরভ দেওয়ান।

দিনের অন্য ম্যাচটিতে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। ২৩ মিনিটে ব্রাদার্সের হয়ে প্রথম গোলটি করেন ম্যাডি সিসে। তবে ৪৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মানিক হোসেন মোল্লা। বিরতির পর ৬২ মিনিটে জাকারিয়া দারবোর কাছ থেকে জয়সূচক গোল পায় ব্রাদার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়