শিরোনাম
◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৩৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম জানিয়েছেন আক্রমণাত্মক পজিশনে তিনি নিজের সেরা পারফরম্যান্সটা দিতে পারেন। কিন্তু দল ও সতীর্থদের সুবিধার জন্য প্রয়োজনে রক্ষণাত্মক ভূমিকায় খেলতেও প্রস্তুত তিনি। 

রিয়ালে নিজের অভিষেক মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহাম। কিন্তু এবারের মৌসুমে কিলিয়ান এমবাপ্পে দলে যোগ দেওয়ার পর তাকে আক্রমণাত্মক পজিশন থেকে কিছুটা সরে আসতে হয়। এই অ্যাটাকিং মিডফিল্ডারের পারফরম্যান্সেও কিছুটা ভাটা পড়েছে।  অলআউটস্পোর্টস

গত মৌসুমে লা লিগার প্রথম ৯ ম্যাচে ৮ গোল করেছিলেন ২১ বছর বয়সী এই তারকা। তবে চলতি মৌসুমে প্রথম ৯ ম্যাচে গোল সংখ্যা ২টি। তবে রিয়াল সমর্থকদের আশার কথা হলো, সবশেষ দুই ম্যাচে তিনি গোল দুটি করেছেন।
বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলে নিজের ভূমিকার পরিবর্তন নিয়ে কথা বলেন বেলিংহ্যাম।

এটা অন্য যেকোনো মানিয়ে নেওয়ার মতোই। এটা দলের গতিশীলতা ও খেলার ধরণে কিছুটা পরিবর্তন আনে। তবে আমি দেখিয়েছি, আমি বিভিন্ন পজিশনে খেলতে পারি। যদিও আমি সামনের দিকে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, তবে পজিশন আমার জন্য বড় ব্যাপার নয়।

আমাকে যেখানে খেলতে বলা হবে সেখানেই খেলব। আমরা সবসময় দলকে জেতানোর লক্ষ্যেই পরিকল্পনা করি। গত গ্রীষ্মে আমি যোগ দেওয়ার সময় ক্লাবের সেরা খেলোয়াড়দের একজন, করিম বেনজেমা চলে গিয়েছিলেন। সেখানে একটি শূন্যতা ছিল এবং গোলের অভাব পূরণ করার জন্য আমার ভূমিকা ছিল। 

এমবাপ্পে যোগ দেওয়ায় পজিশন পরিবর্তনে পূর্ণ সমর্থন ছিল জানিয়ে এই ইংলিশ তারকা বলেন, এই মৌসুমে আমরা এই প্রজন্মের সেরা খেলোয়াড়দের একজনকে পেয়েছি। সে অনেক গোল করেছে। আমার ভূমিকা পরিবর্তিত হয়েছে এবং এটি করতে আমি পুরোপুরি সম্মত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়