শিরোনাম
◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যারি কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক: বুন্দেস লিগায় দারুণ এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের কারিগর  স্ট্রাইকার ইংলিশ তারকা হ্যারি কেইন। তিনি রেকর্ড গড়া হ্যাটট্রিক করে এ জয় এনে দিয়েছেন বায়ার্নকে।  প্রতিপক্ষ অগসবার্গকে ইংলিশ অধিনায়ক একাই উড়িয়ে দিয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হওয়া ম্যাচটিতে বায়ার্নের হয়ে একাই গোল তিনটি করেন কেইন। 

ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় বায়ার্ন। কিন্তু প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। বিরতির পর গোল মুখ খোলেন হ্যারি কেইন। ম্যাচের ৬১তম মিনিটে সফল স্পটকিক থেকে গোল করেন তিনি। ডি-বক্সের ভেতর অগসবার্গের ম্যাডস পেডারসনের হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগ পেয়ে মোটেই ভুল করেননি কেইন। 

৯২ মিনিটে ডি-বক্সের ভেতর অগসবার্গের কেভিন স্লটারবিকের বাজে ফাউলে আবারও পেনাল্টি পায় বায়ার্ন। স্লটারবিককে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখান রেফারি। স্পটকিক থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আর তৃতীয় ও শেষ গোলটি করেন ৯৫ মিনিটে। লিয়ন গোরেজকার অ্যাসিস্টে কাছ থেকে দুর্দান্ত হেডে গোল অগসবার্গের জাল কাঁপান বায়ার্ন তারকা। এতে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই জয়ের ফলে বরাবরের মতোই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান বায়ার্নের। বুন্দেসলিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত তারা। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। দ্বিতীয় স্থানে থাকা আরবি লাইপজিগ থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা। লাইপজিগের পয়েন্ট ২১।

ম্যাচে পেনাল্টি থেকে দুটি গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ২৫টি পেনাল্টি শ্যুটআউটে সফল হলেন বায়ার্ন ফরোয়ার্ড। বাকি এক গোল স্বাভাবিকভাবেই করেন তিনি। চলতি মৌসুমে বুন্দেসলিগায় এ নিয়ে ১৪ গোল করলেন কেইন। এছাড়াও হ্যাটট্রিক করে বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়েছেন কেইন। দ্রুততম সময়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই হাফসেঞ্চুরি করতে কেইনকে খেলতে হয়েছে ৪৩ ম্যাচ। এর আগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ ম্যাচে ৫০ গোল করেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আরলিং হালান্ড। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়