শিরোনাম
◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আরও একটি অধিদফতর হচ্ছে ◈ সাইবার সুরক্ষা অধ্যাদেশ: অনলাইন জুয়াকে নিষিদ্ধ, আগের আইনের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আসিফ নজরুল ◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের মেগা নিলামে লোকেশ রাহুল বিক্রি হবেন ১৮ কোটিতে: আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে লোকেশ রাহুলকে রিটেইন করবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি লক্ষণৌ সুপার জায়ান্টস। তবে আকাশ চোপড়ার মতে রাহুলকে রিটেইন করা উচিত লক্ষণৌর। মেগা নিলামে নাম দিলে রাহুল ১৮ কোটি রুপিতে বিক্রি হবেন বলেও ধারণা প্রকাশ করেছেন তিনি।

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে পথচলা শুরু হয়েছিলো রাহুলের। পরে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর পাঞ্জাব কিংস হয়ে ২০২২ সালে পা রাখেন লক্ষণৌ সুপারজায়ান্টসে। ফ্র্যাঞ্চাইজিটির জন্মলগ্ন থেকে রয়েছেন তিনি।

সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। প্রথম দুই মৌসুমে প্লে-অফে পা রাখলেও ২০২৪ সালে সপ্তম স্থানে শেষ করেছে তারা। পারফরম্যান্স যে দলটির মালিকের মন:পুত হয়নি তা বোঝা যায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সেখানকার একটি ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১০ উইকেটে হারের পর অধিনায়ক রাহুলকে মাঠে দাঁড়িয়েই রীতিমত ধমক দিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনা ধরা পড়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন আছে পরবর্তী আইপিএলের আগে লক্ষণৌ ছেড়ে দেবে রাহুলকে। যদিও সেই ঘটনার পর মালিকের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন রাহুল।

লক্ষ্ণৌতে রাহুলের ভবিষ্যৎ নিয়ে আকাশ বলেন, কে এল রাহুল প্রচুর অর্থ পাবে যদি এলএসজি ওকে ‘রিটেইন’ না করে। কোনো বিচক্ষণ দল’ই কে এলকে ছাড়বে না। ও যদি আইপিএল নিলামে যোগ দেয়, নিঃসন্দেহে ১৮ কোটি রুপির বেশি পাবে।

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার কে এল রাহুল। ১৩২ ম্যাচে ৪৫.৪৬ গড়ে ৪৬৮৩ রান করেছেন তিনি। রয়েছে ৪ টি সেঞ্চুরি। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মৌসুমে ৬০০ বা তার বেশী রান করার নজির রয়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়