শিরোনাম
◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আরও একটি অধিদফতর হচ্ছে ◈ সাইবার নিরাপত্তা আইনের ৯ ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন ◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারত- বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের আড়াই দিন  চলে গিয়েছিলো বৃষ্টির পেটে। এরপরও এক সেশন বাকি থাকতেই ব্যাটারদের দায়িত্বহীনতায় কানপুর টেস্টে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল।

বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় বাংলাদেশ-ভারতের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মোট খেলা হয়েছে ১৭৩ ওভার ২ বল। বাকি ছিল আরও দেড় সেশনের খেলা। অলআউট স্পোর্টস

মঙ্গলবার ম্যাচ বাঁচাতে পঞ্চম দিন দায়িত্ব নিয়ে লম্বা সময় ব্যাট করতে হতো বাংলাদেশকে। কিন্তু কা-জ্ঞানহীনভাবে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে। জবাবে যশস্বী জয়সোয়ালের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ৯৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টায় তৃতীয় ওভারে রোহিতের উইকেট হারায় স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজের বলে সুইপ শটে ছক্কা হাঁকাতে গিয়ে লং লেগে ৮ রান করা ভারত অধিনায়কের ক্যাচ নেন হাসান মাহমুদ।

দুই ওভার পর শুবমান গিলকে (৬) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। এরপর জয়সোয়াল ও বিরাট কোহলির আগ্রাসী ব্যাটিংয়ে কোনো সুবিধা করতে পারেনি সফরকারীরা। ৪৩ বলে ম্যাচের দ্বিতীয় ফিফটি তুলে নেন জয়সোয়াল। ছক্কা হাঁকিয়ে বাঁহাতি এই ওপেনার ম্যাচ শেষ করার চেষ্টায় তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন। ভাঙে তৃতীয় উইকেট ৬৭ বলে ৫৮ রানের জুটি। আর কোনো উইকেট না হারিয়ে ম্যাচ শেষ করেন কোহলি (২৯) ও রিশাভ পান্ত (৪)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়