শিরোনাম
◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলিকে নিয়ে ২০৩০ বিশ্বকাপ  আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: উরুগুয়ের মাটিতে ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। ২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হবে। তাই বিশ্বকাপের শতবর্ষ আয়োজন করতে মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। 

উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলিকে নিয়ে বিশ্বকাপ ফুটবলের ঐতিহাসিক আসর আয়োজনে আগ্রহী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্যারিসে অলিম্পিক চলাকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করে নিজেদের প্রস্তাবনা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবনা জানানো চারটি দেশের মধ্যে তিনটি দেশেরই এই প্রতিযোগিতা আয়োজনের পূর্ব অভিজ্ঞতা আছে। একমাত্র প্যারাগুয়ে কখনো বিশ্বকাপ ফুটবল আয়োজন করেনি। আবার ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার লড়াই হতে পারে তিন মহাদেশের মধ্যেও। 

রোটেশন পদ্ধতিতে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের। যৌথভাবে শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করতে চায় ইউরোপের দুই দেশ স্পেন এবং পর্তুগাল। আবার যৌথভাবে লড়াইয়ে থাকতে পারে এশিয়ার দুই দেশ মরক্কো এবং সৌদি আরবও।

২০২৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে ৪৮টি দেশ অংশ নেবে। বিশ্বকাপের মতো বড় আসর ৪৮টি দেশ নিয়ে আয়োজন করা বেশ কঠিন। তাই ২০২৬ বিশ্বকাপ একত্রে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

উল্লেখ্য, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়