শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলপিএলে প্লে-অফে শরিফুল ও তাসকিনের দল, বাদ পড়ল হৃদয়-মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক: চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সময়টা ভালো যাচ্ছে না টাইগার ব্যাটার তৌহিদ হোসেন হৃদয়ের। ৫ ম্যাচ পর কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমে সাজঘরে ফিরলেন শূন্য রানে। তবে এই ম্যাচে ২৮ রানে জয় পায় তার দল ডাম্বুলা সিক্সার্স।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় ডাম্বুলা সিক্সার্স। দলের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। পাঁচ নম্বরে নেমে ৩ বল খেলে শূন্যতে ফেরেন হৃদয়। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করে মাত্র ১ রান করেছিলেন হৃদয়।

তবে সহজ টার্গেটে খেলতে নেমে ১৮.১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলম্বো। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা।

এতে ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে ডাম্বুলার। -আরটিভি

এদিকে সমান ম্যাচে ডাম্বুলার সমান ৩ জয়ে নেট রানরেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনস। আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের দলও শেষ চারে উঠেছে। ৮ ম্যাচে ৪ জয়ে ০.৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে কলম্বো স্ট্রাইকার্স।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়