শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ভাই-বোনদের উপর কোনো সহিংসতা দেখতে চাই না: মুশফিক

আহমেদ ফয়সাল: চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব পুরো দেশ। এই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নিষ্ঠুর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়রা। এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সেই ক্যাম্পাসের পরিবেশও বর্তমানে ভালো অবস্থায় নেই। তাই এই সহিংসতা বন্ধ করতে মুশফিক বলেন, আমার ভাই-বোনদের উপর কোনো সহিংসতা দেখতে চাই না।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।

চলমান এই আন্দোলনের দ্রুত সমাধান চেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার সংশ্লিষ্টদের কাছে সমাধান চেয়েছেন। এ বিষয়ে তিনি লেখেন, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।

এএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়