শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টের জন্য রিশাদ পুরোপুরি প্রস্তুত নয়, বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। আর এর পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিশাদ হোসেন। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। যা বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে আর কেউ করেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাক গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার।

আগামী মাসে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেই দলে রিশাদের না থাকার সম্ভাবনাই বেশি। এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার (১৬ জুলাই) একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমার মনে হয় না এই মুহূর্তে সে (রিশাদ) লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদের সাফল্যের পেছনে কৃতিত্ব দেওয়া হচ্ছে স্পিন কোচ মুশতাক আহমেদকে। তবে শান্ত প্রশংসা করলেন স্থানীয় কোচদেরও।

এ বিষয়ে তিনি বলেন, খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছে। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না। রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল। টেকনিক্যালি স্থানীয় কোচরা সাহায্য করেছেন। তাকে প্রেরণা জোগানো, তার ঘাটতিগুলো ধরিয়ে দেওয়া। কাজেই কৃতিত্বটা সবাইকেই দেওয়া উচিত। -বাংলা নিউজ

পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে। সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়