শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৮:২৩ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকের ভিড়ে খেলা শুরু দেরিতে

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা ফাইনালকে ঘিরে উত্তেজনা চরম। উত্তেজনা যেমন খেলোয়াড়দের মধ্যে তেমনি দর্শকের মাঝে। দর্শকের উত্তেজনার কারণে ফাইনাল শুরু হতে লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত সময়ের বেশ পরে খেলা শুরু হয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিামে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু খেলা ৭.২০ মিনিটে শুরু হয়। 

নিরাপত্তার কারণে দর্শকের স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলতে দেরি করা হয়। হাজার হাজার দর্শক স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতে থাকে। স্টেডিয়ামে প্রবেশের দরজা আটকানো থাকলেও দর্শকেরা জোর করে মাঠে ঢোকার চেষ্টা করে। দর্শকেরা মাঠে ঢোকার জন্য ক্ষুদ্ধ হয়ে ওঠে। কলাম্বিয়ার একজন দর্শক বলেন, সমর্থকরা ক্রুদ্ধ হয়ে উঠছে। দর্শকেরা পাগলের মতো আচরণ করছে। তারা স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতে চায়। তারা একজনকে টপকে আরেকজনের সামনে যেতে চায়। 

রসি রিয়ালেস নামের এক দর্শক বলেন, গেট খুলতে দেরি হওয়ায় আমরা হতাশ। দর্শক অপেক্ষায় রয়েছে। তারা উত্তেজিত হয়ে পড়ছে। তারা একে অপরকে ঠেলছে। তাদের অবশ্যই এখনই গেট খুলে দেওয়া উচিত এবং ধীরে ধীরে তাদের ঢুকতে দেওয়া উচিত।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়