শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিরার গান

মাঝ বিরতি দীর্ঘায়িত হওয়া বিরক্ত কলাম্বিয়া কোচ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। সেখানে গান গাইবেন পপ তারকা শাকিরা। আর্জেন্টিনা ও কলাম্বিয়ার ফাইনাল ম্যাচে বিরতির সময় তিনি গান গাইবেন। কিন্তু ব্যাপারটি মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না কলাম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো। তিনি এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

শাকিরার গানের জন্য ফাইনাল ম্যাচে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিরতির সময় গান গাইবেন তিনি। কিন্তু মাত্র ১৫ মিনিটের বিরতিতে শাকিরার পারফম্যান্স সম্ভব নয়। তাইতো বিরতির সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত ১৫ মিনিটের 
বিরতির পরিবর্তে ২০ মিনিট বা তার বেশি সময় বিরতি পাবে খেলোয়াড়রা। এ বিষয়টি পছন্দ হয়নি কলাম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জোর। তিনি এর সমালোচনা করেছেন। 

লরেঞ্জোর মতে বিরতির সময়ে বেশি হওয়াতে খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে। লরেঞ্জো বলেন, আমার মনে হয় অনুষ্ঠানটি সবাই পছন্দ করবে। তবে আমার মতে ফুটবল খেলা ফুটবল খেলার মতই হওয়া উচিত। নিয়ম মতো ১৫ মিনিট বিরতি থাকা উচিত।

এবারের কোপা আমেরিকায় শেষ ষোলোর ম্যাচে বিরতির পর কলাম্বিয়ার খেলোয়াড়রা মাঠে আসতে দেরি করেছিল। সে কারণে কলাম্বিয়াকে জরিমানা গুনতে হয়েছে। সে শাস্তির কথা উল্লেখ করে লরেঞ্জো বলেন, শেষ ষোলোর লড়াইয়ের সময় দেরি হওয়াতে আমাদের জরিমানা গুনতে হয়েছে। কিন্তু এবার গান হবে, সে কারণে ২০ থেকে ২৫ মিনিট পর খেলা শুরু হবে। লম্বা বিরতি হওয়ায় খেলোয়াড়দের ওপর প্রভাব পড়বে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়